খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক সভা অনিুষ্ঠিত
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজলায় টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক সভা অনিুষ্ঠিত হয়ছ।
স্টার ফর এনভায়রনমটাল এন্ড জিওগ্রাফিক ইনফরমশন সার্ভিসস(সিইজিআইএস)এর আয়াজন ও পার্বত্য চট্টগ্রাম উনয়ন বার্ডর ব্যবস্থাপনা পানির উৎসসমূহ চিহ্নিত ও পুনরুজ্জীবিত করণর মাধ্যম টকসই পানি সম্পদ ব্যব¯াপনা পরিকল্পনা এবং সমীক্ষা প্রতিবদন বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়ছ।
বহস্পতিবার(২৫শ ম) বলা ১১টায় উপজলা পরিষদ সম্মলন কক্ষ পানি সম্পদ ম¿ণালয়র গবষণা সহযাগী মা: আজিজুর রহমান ললিনর পরিচালনায় ও উপজলা নির্বাহী কর্মকর্তা ডজী চক্রবর্তীর সভাপতিত্ব অনুষ্ঠান প্রধান অতিথি হিসব উপ¯িত ছিলন, মাটিরাঙ্গা উপজলা পরিষদর চয়ারম্যান মা: রফিকুল ইসলাম।
সভায় অন্যান্যদর মধ্য পানি সম্পদ ম¿ণালয়র গবষণা সহযাগী কর্মকর্তা মা: শহিদুর রহমান, এবিএম মাস্তাইন বিল্লাহ, বড়নাল ইউনিয়ন পরিষদর চয়ারম্যান মা: ইলিয়াছ প্রমুখ বক্তব্য দন।
এসময় বক্তারা বলন, ‘পার্বত্য চট্টগ্রাম পানির অন্যতম উৎস ঝর্ণা, ঝিরি ও ছড়া। বর্তমান এইসব উৎস মানব হস্তক্ষপ এবং প্রাকতিক ও মানবসষ্ট দুর্যাগ-দুর্বিপাক ও জলবয়ু পরিবর্তনর ফল ধীর ধীর শুকিয়ে যায়।
ফলে এই অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানির অভাবে বিভিন রাগাক্রাÍ হয়ে ভূগছেন। এজন্য অতিদ্রæুত পানির উৎসসমূহক চিহ্নিত ও পুনরুজ্জীবিত কর আগর ন্যায় পার্বত্যাঞ্চল বিশুদ্ধ পানির নিশ্চিত করত হব’। পানি সংকট নিরসন ¯ানীয় জনপ্রতিনিধি ও
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন