খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ’র তিন কর্মীকে অপহরণের অভিযোগ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ’র তিন কর্মীকে অপহরণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। জেলার মাটিরাঙ্গা উপজেলার কাঁঠাল পাড়া এলাকা থেকে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা ইউপিডিএফের তিন কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহরণের শিকার ইউপিডিএফ কর্মীরা হলেন-তুফান ত্রিপুরা(৪০), সুরেশ ত্রিপুরা(৫০) ও বিকাশ ত্রিপুরা(৩৬)।
ঘটনার বিবরনে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে সাংগঠনিক কাজে যাওয়ার সময় মাটিরাঙ্গা সদরের কাঁঠাল পাড়া এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা নব্যমুখোশ সন্ত্রাসীরা উক্ত তিন ইউপিডিএফ কর্মীকে অপহরণ করে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র প্রচার ও প্রকাশনার বিভাগের প্রধান নিরন চাকমা ঘটনার সত্যতা করে বলেন, সাংগঠনিক কাজের যাওয়ার সময় ইউপিডিএফ গনতান্ত্রিকের রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা ইউপিডিএফের তিন কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। অন্যায়ভাবে অপহরন কৃতদেরকে নিশর্ত মুক্তি দাবী করেছেন।

মাটিরাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌফিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জনান, অপহরন ঘটনা শুনেছি। এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে সঠিক তদন্ত মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহন করা হবে।