খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। জেলার মাটিরাঙ্গার যামিনীপাড়া ব্যাটালিয়ন(২৩ বিজিবি) অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৬ মে) দুপুর ২টার দি‌ক বিষয়টি নি‌শ্চিত করেছেন যা‌মিনীপাড়া জোন অধিনায়ক লে: কর্নেল মো: খালিদ ইবনে হোসেন।

তি‌নি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে দশটার দি‌কে তবলছড়ি বিওপির কমান্ডার না: সুবে: মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে অভিযান চালিয়ে তবলছড়ির চৌধুরীপাড়া নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি যুক্তরাষ্ট্রের ৯এমএম অপরটি ভারতীয় ৮এমএম বিদেশি পিস্তল একইসাথে ২রাউন্ড অ্যামুনিশনসহ উদ্ধার করে।

দে‌শের শা‌ন্তি-শৃঙ্খলা বজায় রাখ‌তে আগামী‌তেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, দুপুরের দিকে দুইটি বিদেশি পিস্তল ২রাউন্ড অ্যামুনিশনসহ যামিনীপাড়া ব্যাটালিয়ন কর্তৃক মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।