খাগড়াছড়ির মানিকছড়িতে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু করা হযেছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়,কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে ।
মঙ্গলবার(৩০শে মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমার সঞ্চলনায় ও উপজেলা মৎস্য অফিসার প্রনব কুুমার সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক মো: আব্দুল্লাহ আল হাসান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মৎস্য অফিসার মনোয়ার হোসেন।
এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন পার্বত্য অঞ্চলে জলাশয় অভাব, পতিত জমিতে ক্রিক বাঁধ দিয়ে জলাশয় তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
তিনি আরো বলেন এ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি উপজেলা কাজ করছে মৎস্য বিভাগ। তাই সকল প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।
একই দিন এ প্রকল্পের আওতায় উপজেলার ৫জন জেলেদের ৪টি করে ২০টি ছাগল বিতরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন