খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পইনে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক মানুষ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পইনে ৪০২জন দুস্থ পাহাড়ি ও বাঙ্গালি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার(১০ই মে) বর্ডার গার্ড বাংলাদেশ(৪৩ বিজিবি) রামগড় জোন সোনাইআগা ও যৌথ খামার এলাকায় এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন। রামগড় জোনের জোন কমান্ডার লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি-২ এর উদ্বোধন করেন।
এ সময় বিজিবি জানান, দুজন চিকিৎক দ্বারা ক্যাম্পেইনে সর্বমোট ৪০২জন দুস্থ্ পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ গ্রহণ করেন।
রামগড় জোনের জোন কমান্ডার লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন(৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।
এছাড়াও গরীব ও দুস্থ্ জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন