খাগড়াছড়ির রামগড়ে রংতুলি একাডেমির উদ্যোগে জাতীয় কবি’র ১২৪তম জম্মবার্ষিকী উদযাপন
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় রংতুলি একাডেমির উদ্যোগে জাতীয় কবি’র ১২৪তম জম্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রাচীনতম ১৯২০সালের সাবেক মহকুমা শহর জেলার রামগড়ে রংতুলি একাডেমির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার(২৯শে মে) বিকেল ৪টায় রামগড় পর্যটন লেকপাড়স্থ “বিজয় ভাস্কর্য” প্রাঙ্গনে এ সাংস্কৃতিক ও গুণীজন সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে রংতুলির একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা মহিলা আ’লীগের সভা নেত্রী ফাতেমা খাতুন, রাসউবি সাবেক প্রধান শিক্ষক(ভা:) আবদুল কাদের, রাবাউবি সাবেক সহকারী শিক্ষিকা রত্না ভোমিক, রংতুলি একাডেমির উপদ্দেষ্টা ও সাবেক সহকারী শিক্ষক আব্দুর রহিম, রংতুলির একাডেমির সাধারণ সম্পাদক শাহরিয়ার আরমান- সা: সম্পাদক মশিউর রহমান আকাশ, সংঙ্গীত পরিচালক মনির আহম্মদ, নৃত্য পরিচালক মাধরী ত্রিপুরা ও বর্ষা ঘোষ প্রমুখ।
মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গুণীজন ইউএনও মমতা আফরিন, সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, রংতুলি একাডেমির উপদেষ্টা ও সাবেক শিক্ষক আবদুল কাদের ও সাবেক শিক্ষিকা রত্না ভৌমিককে রংতুলি একাডেমি পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার শিল্পী কলাকোশলী-ক্ষুদে শিল্পী এবং সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ– অভিভাবক, গন্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন