খাগড়াছড়ির শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রে গুইমারা রিজিয়ন ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল
খাগড়াছড়ি পার্বত্য জেলার শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রে পাহাড়ি জেলার গুইমারা ও পাশ্ববর্তী অঞ্চলে সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ, পাহাড়বাসীর নিরাপত্তা প্রদানের পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ—সামাজিক উন্নয়নে সূদীর্ঘকাল ধরেই অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন।
দীর্ঘ পথপরিক্রমায় দেশমাতৃকার সেবায় নিয়োজিত গুইমারা রিজিয়ন এবার পালন করল তাদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষনকে স্মরণীয় করে রাখতে কেক কাটা, প্রীতিভোজসহ বর্ণাঢ্য সব অনুষ্ঠানমালার আয়োজন করে সেনাবাহিনী। দিবসটি উপলক্ষে পুরো রিজিয়ন সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব।
দিবসটি উপলক্ষ্যে সোমবার(৫ই জুন) দুপুরে রিজিয়ন সদর দপ্তরের শহিদ লে. মুশফিক হলে আয়োজিত অনুষ্ঠানে একে একে উপস্থিত হয়ে ফুল দিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুনকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিরা।
এর আগে, আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান গুইমারা রিজিয়নের ব্রিগেড মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে শহীদ লে. মুশফিকের পরিবারের হাতে বিভিন্ন সম্মাননা প্রদান ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এসএম মোরশেদ সরোয়ার, ডিজিএফআই খাগড়াছড়ির ডেট কমান্ডার লে. কর্নেল শাহ আলম সিদ্দিকি, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল এ এইচএম জোবায়ের, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবদীন, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, জনপ্রতিনিধি, সামরিক পদস্থ কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন