খাগড়াছড়ি ওয়াদুদ ভূইঁয়াসহ ৪ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও সাধারন সম্পাদক এমএন আবছারসহ ৪ শতাধিক নেতাকর্মীকে আসামি করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১৫জনের নাম উল্লেখ করে আরো ৩শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
মঙ্গলবার (১লা আগস্ট) খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় পৃথক ৪টি মামলায় বিএনপির প্রায় ২হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আরিফুর রহমান মামলার দায়েরে সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে অনাধিকার প্রবেশ করে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করে, অগ্নি সংযোগ করে এবং কাউন্সিলারদের উপর হামলা করে জখম করার অভিযোগ আনা হয়।
প্রসঙ্গত, গত (১৮ই জুলাই) খাগড়াছড়িতে আওয়ামীলীগ ও বিএনপি অফিসে পাল্টা-পাল্টি হামলা ও সংঘর্ষ, পৌরসভায় হামলা, ভাংচুর, মোটরসাইকেলে আগুন, পুলিশের টিয়ারসেল নিক্ষেপের ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ আহত ৫০।
অপরদিকে সংঘর্ষের ঘটনায় ২৩শে জুলাই দুপুর খাগড়াছড়ি আমলি আদালতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদী হযে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন এডভোকেট বেদারুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন