খাগড়াছড়ি ভাইবোনছড়া নলছড়া চেঙ্গী নদী বৈরাগী ডোবাতে ডুবে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদর উপজেলা ভাইবোনছড়া নলছড়া চেঙ্গী নদী বৈরাগী গভীর ডোবাতে ডুবে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিজুকে সামনে রেখে শামুক খুঁজতে গিয়ে প্রতিবন্ধী অপর ধরারিতে নদীতে দুই কিশোরীর ডুবে যায়।

শুক্রবার(১১ই এপ্রিল) সকাল ৯টায় ৫নং ভাইবোনছড়া ইউপি ২৩৯নং জোরমরম মৌজার উত্তর নলছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এতে রিয়া চাকমা(২৫) ও প্রিয়সি চাকমা(১৪) নামে দুই শিশুর মৃত্যু হয়। মৃত পিয়াসি চাকমা একই এলাকার বিদেশী চাকমা এবং মৃত রিয়া চাকমা একই রূপায়ন চাকমার মেয়ে।

কিশোরী মৃত: প্রিয়সি চাকমা মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের ৭মী শ্রেনী পড়—য়া ছাত্রী।
এর আগে উত্তর নলছড়া থেকে চেংগী নদী বৈরাগী ডোবাতে একই গ্রামে ৫জন কিশোর—কিশোরী নদীতে শামুক খুজার এক পর্যায়ে প্রতিবন্ধী মাসিমা রিয়া পানিতে ডুবতে দেখে উদ্ধার করতে এগিয়ে গেলে প্রিয়সিকে জড়িয়ে ধরে ২জনই ডুবে যায়। আরো সংগী সুগতি চাকমা, ফদাংতাং চাকমা, ডেবিড চাকমাসহ তিন সহপাঠিরা ঘরে মা—বাবা—আত্মীয়স্বজন খবর দিলে প্রায় সাড়ে ১১টার দিকে গভীর পানি তলনীতে খুজে পায়।

পরে দ্রুত উদ্ধার করে পাশ^র্বতীর্ ডাক্তার কাছে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক মৃত: ঘোষনা করে।

আত্মীয়স্বজন রাহাজানি কান্নাতে এলাকাবাসীদের শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ও সাধারন মানুষের লোকারন আহাজারীতে এলাকার ভারী হয়ে উঠে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল বাতেন মৃধা। তিনি বলেন, সকাল পৌনে ৯টার দিকে ভাইবোনছড়ার পাশে চেঙ্গী নদীর পাড়ে ৫বন্ধু শামুক খুঁজতে যায়। এসময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পরে যায়। এসময় তাকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও নদীতে ঝাঁপ দেয়।

নদীতে পানির গভীরতা বেশি থাকায় সেও ডুবে যায়। এসময় সাথে থাকা বন্ধুরা স্থানীয় খবর দিলে নদীতে জাল ফেলে একঘন্টা পর দুই জনের মৃতদেহ উদ্ধার করে।

মৃত্যু খবর শুনে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(টিএনও) সুজন চন্দ্র রায়। পেও মৃত: রিয়া ও প্রিয়সি অভিভাবকদের হাতে প্রত্যাক পরিবারকে ১০হাজার করে মোট ২০হাজার টাকা পরিমানে মানবিক সহায়তা প্রদান করে। ৫নং ভাইবোনছড়া ইউপি’র হতে প্রত্যাক পরিবারকে ৫হাজার টাকা করে মোট ১০হাজার সহায়তা দেন।