খাগড়াছড়িতে জাতীয় গণহত্যা দিবস পালিত
খাগড়াছড়ি পার্বত্য জেলায় গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।
এ উপলক্ষে বক্তারা বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, লালন করি। এদেশ আমার, এদেশ আমাদের সকলের। এদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। বাঙ্গালি জাতির জীবনে ১৯৭১সালের এইদিনের (২৫শে মার্চ) শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙ্গালি জাতির কণ্ঠ চিরতরে স্তুব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষে রাজধানীসহ সারাদেশে নিরীহ ও নিরস্ত্র বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা সেই গণহত্যায় নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
এ সময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো: নাইমুল হক, সদর উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের উপ-পরিচালক জীতেন চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দীন, বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাজিয়া নাহিদ, সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবদুর রহমানসহ আরও অনেকে।
এদিকে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন, মুক্তিযুদ্ধা ডাঃ শাহ আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর প্রমূখ।
বক্তারা বলেন আজ ভয়াল ২৫শে মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। সে গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন