বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
খাগড়াছড়িতে বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র্যালি
খাগড়াছড়ি পার্বত্য জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসএফ’র উদ্যোগ বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭শে ফেব্রুয়ারী) ১০ঘটিকায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধীনস্থ কান্তালং বিওপির সীমান্ত পিলার ২৩০০ (মেইন পিলার) এর শুণ্য লাইনে ভারতের পার্শ্বে বিজিবি-বিএসএফ মৈত্রি সাইকেল র্যালি শুরু হয়।
র্যালি উদ্বোধন করেন, যৌথভাবে বিজিবি’র পক্ষে বাঘাইহাট ব্যাটালিয়ন(৫৪ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজহারুল ইসলাম পিএসসি জি এবং ভারতের এর পানি সাগরের সেক্টর কমান্ডার, ডিআইজি শ্রী রাজীব।
এসময় উপস্থিত ছিলেন ভারতের আইজল সেক্টর এর ডেপুটি ডিআইজি সি.পি মিনা, ১৪৫ বিএসএফ ব্যাটালিয়ন এর কমান্ড্যান্ট শ্রী আর.পি উদিত, ৯০বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক শ্রী নিলন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসএফ এর উদ্যোগ বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র্যালিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মােহাম্মদ মাজহারুল ইসলাম পিএসসি জি এবং ভারতের এর পানিসাগরের সেক্টর কমান্ডার, ডিআইজি শ্রী রাজীব।
এসময় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজহারুল ইসলাম পিএসসি জি এবং ভারতের এর পানিসাগরের সেক্টর কমান্ডার, ডিআইজি শ্রী রাজীব, বাংলাদেশ এবং ভারত উভয় দেশের মধ্যে ভবিষ্যতে এধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার বিষয়ে আলােচনা করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ভারত সীমান্তে ২৩০০মেইন পিলার সংলগ্ন শূন্য রেখায় বিএসএফ কর্তৃক আয়োজিত বিজিবি বিএসএফ মৈত্রি এই সাইকেল র্যালিতে অংশ গ্রহনে ঘন্টাব্যাপী চলা এই মৈত্রি সাইকেল র্যালীটি শেষ হয়। ভবিষ্যতেও দুই দেশের জোয়ানদের নিয়ে এধরণের আয়োজন করা হবে বলে ঘোষণা দেন দুই দেশের অধিনায়ক, এসময় দুই দেশের বন্ধুতপূর্ণ সম্পর্ক আরো অনেক এগিয়ে নেয়ারও অঙ্গিকার করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এক মনোমুগ্ধ কর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দুই দেশের এই সীমান্ত বাহিনীর সদস্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন