খাগড়াছড়িতে শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল শ্রমিকের
খাগড়াছড়ি পার্বত্য জেলার শহরের গঞ্জপাড়া এলাকায় এক শিশুর জীবন বাঁচাতে গিয়ে খরস্রোতা চেঙ্গী নদীতে ডুবে প্রাণ হারালেন শ্রমিক মো: আলমগীর। শনিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এ মর্মান্তিত ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন, খাগড়াছড়ির শালবন এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে মো: আলমগীর(২৫) ও শহরের গঞ্জপাড়া এলাকার নুর আলমের ছেলে মো: শামিম(৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীর পাড়ে খেলার সময় নদীতে পড়ে যায় গঞ্জপাড়ার নূর আলমের ৭ বছরের ছেলে মো: শামীম। এসময় মো: আলমগীর ইট ভেঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন। বিষয়টি দেখে শ্রমিক মো: আলমগীর(২৫) তাৎক্ষণিক শিশুটিকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। তা দেখে শিশুটিকে বাঁচাতে নদীতে ঝাপ দেন দুই যুবক। কিন্তু তাদের মধ্যে একজন শিশু শামীমকে নিয়ে তীরে উঠতে পারলেও মো: আলমগীর পানিতে ডুবে যান এবং তার মৃত্যু হয়।
পরে স্থানীয় বাসিন্দারা দুই জনকেই উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: দীপা ত্রিপুরা তাদের মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের ইচ্ছায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন