খাগড়াছড়িতে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত! ৭টি মামলা
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদুল ফিতরকে সামনে রেখে যান চলাচল ও যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮এর আওতায় জেলাতে ভ্রাম্যামান আদালতের ৭টি মামলায় ১০হাজার টাকা জরিমানা করেছে।
রোববার(১৬ই এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের জিরো মাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মনজুরুল আলম।
প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন এর ৬৬, ৭৫ ও ৭৭ধারায় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রোড পারমিট এর জন্য যথাক্রমে মামলা করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালতে খাগড়াছড়ি জেলা বিআরটিএ এর মোটরযান পরিদর্শক কায়সার আলম, ট্রাফিক পুলিশ পরিদর্শক সুপ্রিয় দেব উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, সড়ক নিরাপদ রাখতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত। আমরা সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করছি। এপর্যন্ত ৭জনকে জরিমানা করেছি। আগামীতে আমাদের এমন অভিযান আরো অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন