খাগড়াছড়ির রামগড়ে বাড়ি বাড়ি গিয়ে বিজিবির ইফতার ও খাবার বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে বিজিবির ইফতার ও খাবার বিতরণ করেছে জোয়ানরা। জেলার পুরাতন মহকুমা রামগড়ে সীমান্ত রক্ষায় নিয়োজিত ৪৩বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার দুইদিন বিকেলে রামগড় ৪৩বিজিবি জোন অধিনায়ক লে: কর্নেল হাফিজুর রহমানের পক্ষ থেকে রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী ও রাতের খাবার তুলে দেন ৪৩বিজিবির ইন্ট অফিসার মো: জাহানুর ইসলাম।
এ সময় তিনি বলেন, পাহাড়ে সম্প্রীতি অটুট রাখতে ৪৩বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সবসময় অসহায় মানুষদের পাশে আছে এবং থাকবে। পবিত্র মাহে রমজান জুড়ে ৪৩বিজিবি রামগড় জোনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ইফতার ও খাবার বিতরণকালে রামগড় জোন ৪৩বিজিবির পদস্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন