আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন: আ.লীগ ও বিএনপি’র মেয়র প্রার্থীকে জরিমানা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামীলীগের মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে ৩০হাজার ও বিএনপির মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার(১০ই জানুয়ারি) বিকেল সোয়া ৪টার সেলিম মার্কেটের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান সাকিল’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান সাকিল জানান, বিএনপির মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলের সমর্থনে নেতাকর্মীরা মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যাওয়ার পথে মেলিম মার্কেটের সামনে তাদের জরিমানা করে আটক করা হয়। একই সময় আদালত সড়কের দিক আওয়ামীলীগের মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর সমর্থনে কয়েকশত নেতাকর্মী মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে পথে একই স্থানে পৌরসভা(নির্বাচন আচরন) বিধিমালা, ২০১৫ এর ৭(ক) বিধি লঙ্ঘনের অপরাধে ৩১ধারায় এ দন্ড প্রদান করা হয়েছে।

এদিকে গত ৭ই জানুয়ারি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাগড়াছড়ি পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল আলমকে ২০হাজার টাকা ও ৬ই জানুয়ারি পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মজিদকে(পাঞ্জাবি প্রতীক) ৫০হাজার টাকা জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান সাকিল’র ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে গত ৩০শে ডিসেম্বর খাগড়াছড়ি শহরের মধুপর বাজার এলাকায় সন্ধ্যা সাড়ে ৫টায় মোটর সাইকেলে নির্বাচনী শোডাউন করার দায়ে দীঘিনালার মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকার এন্তাজ আলীর ছেলে হযরত আলীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ দন্ড প্রদান করেন।

অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার অভিযোগ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে সব প্রার্থীর জন্য মাঠ সমান নয়। কতিপয় প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে সবার জন্য সমান মাঠ তৈরি করতে ব্যর্থ হলে বিএনপি কঠিন জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রোববার(১০ই জানুয়ারি) বিকেলে বিএনপির মেয়র প্রার্থীর সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান ও সাংগঠনিক সম্পাদক হৃদয় নুরু।

এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলকে কলাবাগান এলাকায় জনসংযোগ করেন। ভয়কে জয় করে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, খাগড়াছড়ি পৌরসভায় বিএনপির প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আগামী ১৬ই জানুয়ারি দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।