খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে ছুটে বেড়াচ্ছে কেশবপুরের হনুমান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/02/20220209_235039.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ রাজগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় ছুটে বেড়াচ্ছে চারটি কালোমুখো হনুমান। হনুমান চারটি দেখতে ভিড় করছে নানা বয়সের মানুষ।
খাবারের সন্ধানে হনুমান চারটি একদলে চলে এসেছে পার্শবর্তী কেশবপুর থেকে রাজগঞ্জে।
গত চারদিন ধরে হনুমানগুলো রাজগঞ্জ এলাকায় অবস্থান করছে।
এলাকাবাসী জানান- খাবারের সন্ধানে হনুমান চারটি রাজগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সারাদিন এ গাছ থেকে ও গাছ, আর মানুষের দেওয়া খাবার খেয়ে দিন কাটছে হনুমানগুলোর।
অনেকে বলেন- যশোরের মধ্যে কেশবপুরে হনুমানের বাসস্থান রয়েছে। খাদ্য সংকট হওয়ায় এই হনুমানগুলো একে একে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এদের কেশবপুরেই রাখতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন