খালেদার গাড়িবহরে হামলা পাতানো ষড়যন্ত্র, দাবি আ.লীগের
রোহিঙ্গাদের দেখতে যাওয়ার পথে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে দুই দফা হামলার ঘটনাকে দলটির পাতানো ষড়যন্ত্র বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। এই ঘটনা বিএনপির অন্তঃদ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মনে করছেন তারা। আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিএনপি সব সময় মিথ্যাচার করে। ত্রাণ বিতরণের নামে হারানো জনপ্রিয়তা ফিরে পেতেই হামলার পাতানো নাটক সাজিয়েছেন।
শনিবার বিকালে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীর মহিপালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় গণমাধ্যমের গাড়িসহ কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করে তারা। একাত্তর টেলিভিশনের এক সংবাদকর্মীকে গাড়ি থেকে নামিয়ে মারধরও করে দুর্বৃত্তরা। পরে ফেনী সার্কিট হাউজ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাইয়ে আবারো খালেদা জিয়ার গাড়িবহরে পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনার ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন, ‘বিএনপি সব সময় মিথ্যা কথা বলে। উনি (খালেদা জিয়া) যাচ্ছেন তো ফটোসেশন করতে। উনি তো আর ত্রাণ দিতে যাচ্ছেন না। উনি নিজেকে দায়িত্বশীল নাগরিক মনে করলে দায়িত্বশীল নাগরিকের মতো ত্রাণ দিতে যেতেন। উনি প্লেনে করে গিয়ে ত্রাণ দিয়ে চলে এলে সাধারণ মানুষের দুর্ভোগ হতো না। পথের মধ্যে ত্রাণ সরবরাহে দুর্ভোগ হতো না।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘গত এক বছরে যেখানে উনার দল কোনো মিটিং করতে গেছে মারামারি হয়েছে। তার দলে অন্তঃদ্বন্দ্ব আছে এটা সবাই জানে। নিজেদের মধ্যে হয়তো মারামারি হয়ে থাকতে পারে। আসলে ত্রাণ দেয়াটা তার উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য রাজনৈতিক শোডাউন, লোক দেখানো। দীর্ঘদিন দেশের বাইরে থাকায় এখন লোক দেখানোর জন্য যাচ্ছেন।’
দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘তিনি (খালেদা) উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ঘটনোর জন্যই এতদিন পরে ত্রাণ দেয়ার নামে কক্সবাজার যাচ্ছেন। আলোচনায় আসার জন্যই পাতানো হামলার ঘটনা ঘটিয়েছে বিএনপি।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এ ঘটনা বেগম খালেদা জিয়ার দলের পাতানো নিজস্ব নাটক কী না সেই ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। এই বিষয়ে প্রশাসনকে অনুরোধ করবো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার। জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে, সেই জনপ্রিয়তাকে পুনরুদ্ধার করার জন্য কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই কাজটি তাদের দলের লোকজন দিয়ে করানো হয়েছে কী না ব্যাপারটি খতিয়ে দেখতে হবে।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের অংশ হিসেবে। এ হামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। বিএনপি নেত্রীর সফর নিয়ে ফেনীতে গত তিনদিন ধরে দলীয় কোন্দল শুরু হয়। এ নিয়ে ১০ দফা হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে বলে আমরা জেনেছি। মূলত বিএনপি আন্দোলন করার ইস্যু খুঁজে পাচ্ছিল না, তাই ইস্যু খুঁজতে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য বাই রোডে গেছেন খালেদা জিয়া।’
চট্টগ্রাম বিভাগীয় এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলনের ইস্যু খুঁজছিল। কিন্তু তারা কোনোভাবেই ইস্যু খুঁজে পাচ্ছিল না। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য নয়, ইস্যু খুঁজতে তারা কক্সাবাজার যাচ্ছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেননি। আওয়ামী লীগ সব সময়ই গণমাধ্যম। সরকার কিংবা বিরোধী দলের গণমাধ্যমের কর্মীদের সম্মান করে। গণমাধ্যমকর্মীদের হামলার সঙ্গে জড়িত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন