খালেদা জিয়ার মুক্তি দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/Kurigram-Bnp-Somabesh-Photo-03.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপি চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে দ্রুত প্রেরণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
সোমবার দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
পরে কুড়িগ্রাম বাজারের এনআর প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।
কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন ,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,আজহারুল ইসলাম মানু,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জেলা বিএনপির শিশু ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহফুজার রহমান মারুফ, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন,নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি গোলাম রসুল রাজা,যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, ওলামাদলের আহবায়ক মাও,ফজলুল হক ,জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন কাজল,সদস্য সচিব আরমান হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, জাসাস সদস্য সচিব নুর জামাল বাহাদুর সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন সরকার বেগম খালেদা জিয়া ও তার পরিবারকে ভয় পায় এ জন্য তাকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দিচ্ছেনা।সরকার আবারো পাতানো একটি নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চায় এ জন্য প্রতিহিংসার রাজনীতি করছে।
অবিলম্বে বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা সেবা দিতে আওয়ামলীগ ও সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন