খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন অলি আহমদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।

রোববার (১৮ মে) রাত ৭টা ২২ মিনিটে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশ করেন তিনি। প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে রাত ৮টা ২৮ মিনিটে বাসভবন ত্যাগ করেন।

সূত্র জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের করণীয় ও ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

তবে এ বিষয়ে বিএনপি বা এলডিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি।