খালেদা জিয়ার আপিল শুনানি পেছালো
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আপিল শুনানি পিছিয়ে সোমবার (৯ জুলাই) দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুর দুইটায় সময় ধার্য করেন আদালত।
খালেদা জিয়ার সময় আবেদনের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন। আর দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
এর আগে গত ৩ জুলাই হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুলাই শুনানির দিন ঠিক করেছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর, তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে তাদের ছয়জনকেই অর্থদণ্ড করা হয়। ওই রায় ঘোষণার দিন থেকেই রাজধানীর পুরান ঢাকার পুরোনো কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন