খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কুড়িগ্রামে বিএনপির স্মারকলিপি প্রদান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/Kurigram-Bnp-Sarok-lipi-Given-DC-Photo-01.-24.11.2021.mp4.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
বুধবার সকালে জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ রেজাউল করিমের কাছে স্মারকলিপি পৌঁছে দেন বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক,আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড,বজলুর রশিদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক রবিউল ইসলাম লেবু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ আশরাফ আলী, শ্রম সম্পাদক আলহাজ্ব রফিয়াল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনসহ জেলা বিএনপি নেতৃবৃন্দ।
স্মারকলিপি সরকারের উচ্চ পর্য়ায়ে পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন