গণপূর্তের ৩৬৫ প্রকৌশলীর পদ শূন্য
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের বিভিন্ন দফতর নির্মাণ ও সংস্কারের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদফতরে তিনজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন পদের ৩৬৫ জন প্রকৌশলীর পদ শূন্য রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, শূন্য পদগুলোর মধ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ৩টি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ৫টি, নির্বাহী প্রকৌশলী ১৯টি, উপ-বিভাগীয় প্রকৌশলী ২২টি, সহকারী প্রকৌশলী ৯৫টি এবং উপ-সহকারী প্রকৌশলীর ২২১টি পদ শূন্য রয়েছে।
মন্ত্রী জানান, শূন্য পদ পূরণের লক্ষ্যে বিসিএস (গণপূর্ত) ক্যাডারের উপরে বর্ণিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী পর্যন্ত পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সহকারী প্রকৌশলীর শূন্য পদগুলো ৩৬তম ও ৩৭তম বিসিএসের মাধ্যমে পূরণের লক্ষ্যে চাহিদা পাঠানো হয়েছে। আর উপ-সহকারী প্রকৌশলীর শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াধীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন