গণিতে কম নম্বর পেয়ে শিক্ষকের ওপর ছাত্রের ভয়ঙ্কর প্রতিশোধ! (ভিডিও)

গণিতে কম নম্বর পেয়েছিল ছাত্র। শিক্ষক শাসিয়ে বলেছিলেন অভিভাবকদের জানিয়ে দেবেন সেটা।

ভাবতেও পারেননি, এর জন্য কতটা মূল্য দিতে হতে পারে তাকে। ফাঁকা ক্লাসরুমে তার ওপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হল ছাত্রটি। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখে শিউরে উঠেছেন সকলে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভাড়োটেড় হারিয়ানার বাহাদুরগড়ে।

জানা গেছে, সতেরো বছরের সেই পড়ুয়া হরদয়াল পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। ফুটেজে দেখা গেছে, বেঞ্চের উপরে ব্যাগ রেখে সেখান থেকে ধারালো অস্ত্র বের করে ছাত্রটি। সে ছিল শিক্ষকের পিছনে। ফাঁকা ক্লাসরুমে বসে শিক্ষক রবিন্দর মন দিয়ে খাতা দেখছিলেন। এই সময়ে আচমকাই পিছন থেকে এসে সে চড়াও রবিন্দরের উপর।

হতচকিত রবিন্দর বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু একাধিকবার তার ওপরে আঘাত করতে থাকে ছাত্রটি।

রবিন্দরকে হারিয়ানার ব্রহ্মশক্তি সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

স্কুলের অধ্যক্ষ অনুরাধা জানিয়েছেন, ছাত্রটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিন্দরকে আঘাত করে সে পালাতে চেষ্টা করছিল। কিন্তু অন্য শিক্ষকরা তাকে ধরে ফেলে।

https://youtu.be/930YKAGuzuQ