গভীর রাতে কুয়াকাটায় আগুন আতঙ্ক, রাত জেগে পাহারা
কুয়াকাটায় গভীর রাতে দুর্বৃত্তদের আগুন আতঙ্কে নীদ্রাহীন রাত কাটিয়েছে একাধিক ভুক্তভোগী পরিবার। সোমবার রাত বারোটার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসীন্দা নুরু মিয়ার মুরগী খামারে প্রথমে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীদের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। এর কিছু সময় পরেই তার মে খাদিজা বেগমের গোয়াল ঘরে আগুন লাগায় তার চিৎকারে এগিয়ে আসেন প্রতিবেশিরা। এর অল্প সময় পরে আবারও তুলাতলী বাজারে নুরু মিয়ার নাতী রাজিবের ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে গেলে উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে একটি ব্যবহৃত গামছা ফেলে রেখে পালিয়ে যায় তারা। পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ওই গ্রামের মোটরসাইকেল চালকের একটি হেলমেট নিয়ে যায দুর্বৃত্তরা ।
ভুক্তভোগীরা জানান, স্থানীয় ও প্রতিবেশিদের সহায়তায় দ্রæত সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে ফের আগুন দেয়ার ভয়ে রাত জেগে পাহারা দিতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিহ্নিত কিছু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় অল্প সময়েরে ব্যবধানে স্থানীয়দের তিনটি বাডেিত আগুন দেয়ার মতো এমন ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
কুয়াকাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন ফরাজী জানান, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে আগুন লাগার বিষয়ে এক যুবকের বিরুদ্ধে শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার পর পরই পুলিশ সেখানে গিয়ে পরিদর্শন করেছে, তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এবিষয়ে মাদক মামলার আসামী মানুন নামের এক যুবককে অভিযুক্ত করে একটি অভিযোগ আমরা পেয়েছি। আমরা ঘটনার সত্যতা যাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন