গরুর জন্য মন্ত্রণালয়, নেওয়া হবে করও
ভারতের মধ্যপ্রদেশে গরুদের নিরাপত্তার জন্য বিশেষ ‘গো মন্ত্রণালয়’ গঠিত হয়েছে।
জানা গেছে, গরু মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা থাকবে আরও ছয়টি মন্ত্রণালয়ের। সেগুলো হলো পশুপালন, বন, পঞ্চায়েত, কৃষি, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, নতুন মন্ত্রণালয়ের লক্ষ্য গরু সংরক্ষণের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ ও মানুষের কল্যাণে গোসম্পদের সার্বিক ব্যবহার। গত রোববার মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি আরো বলেন, গো-রক্ষায় রাজ্যে গড়ে তোলা হবে অভয়ারণ্য বা গোশালা। এই লক্ষ্যে প্রয়োজনে কর আদায় করা হবে বলেও জানান তিনি।
এই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে গরুর অভয়ারণ্য বা গোশালা তৈরির অর্থ, তা রক্ষণাবেক্ষণের জনবল ও তাদের বেতন-ভাতা দেয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ধর্মপ্রাণ হিন্দু দিনের প্রথম রুটি গরুকে খাওয়ান। রাতের শেষ রুটি দেন কুকুরকে। এভাবেই জীবে প্রেমের মধ্য দিয়ে ঈশ্বরের সেবা হয়। সেজন্য মানুষকেই এগিয়ে আসতে হবে। গরু কর নেওয়া হবে আগামী বছর থেকে।
২০১৭ সালে দেশের প্রথম গো অভয়ারণ্য ‘কামধেনু গো অভয়ারণ্য’ নির্মিত হয় মধ্যপ্রদেশের আগর মালোয়ায়। প্রায় ৩২ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ওই অভয়ারণ্য। সেই আগর মালোয়াতেই গো মন্ত্রণালয়ের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হল।
পশ্চিমবঙ্গ, কেরালার মতো কয়েকটি রাজ্য ছাড়া ভারতের অধিকাংশ রাজ্যে আইন করে গোহত্যা বন্ধ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন