গাইবান্ধায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন উপলক্ষে ২৬ এপ্রিল বুধবার গাইবান্ধা জেলা প্রশাসন ও রংপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ‘সুরক্ষিত শ্রবণ সুরক্ষিত জীবন’ শব্দ দুষণ নিয়ন্ত্রণে অংশিদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাসান-ই-সেফারক, জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, রোভার স্কাউটের জেলা সম্পাদক উজ্জল চক্রবর্তী, জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল করিম, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, গণ উন্নয়নের সুমন মিয়া, মোস্তাফিজুর রহমান, মো. যুবায়ের আহমেদ প্রমুখ।
এ দিবসে শিক্ষার্থী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, মিডিয়া র্কমী, সরকারি কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন