গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সোলার হোম সিষ্টেম বিতরণ
এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী এসকেএস নুতন কুড়ি মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) সাঘাটা উপেজলার ভরতখালী এসকেএস নূতনকুড়ি মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে বিনামূল্যে সোলার হোম সিষ্টেম বিতরণ করেন ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার আলী মন্ডল। এসময় প্রকল্পের ফিল্ড ইঞ্জিনিয়ার মো. ওমর আলী ও মশিউর রহমান, ফিন্যান্স অফিসার নবীর হোসেন ও প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আন্ধেরী হিলফে, জার্মানীর আর্থিক সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়নাধীন‘ লাইটিং দ্য পুওর এন্ড ডিজ এ্যাডভান্টেজড ফ্যামিলিজ লিভিং ইন চর এরিয়াজ’ প্রকল্পের মাধ্যমে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উজাল ডাংগা, গুপ্তমনি, মানিকর এবং বাজে তেলকুপি গ্রামের বিদ্যৎ বিহীন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ১৪৭টি সোলার হোম সিষ্টেম বিনামূল্যে প্রদান করা হয়।
প্রকল্প ব্যবস্থাপক জানান, এ প্রকল্পের মাধ্যমে আগামী ডিসেম্বর-২৩ এর মধ্যে পর্যায়ক্রমে সর্বমোট ৫০০টি সোলার হোম সিষ্টেম বিনামূল্যে প্রদান
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন