গাইবান্ধায় নিকাহ্ রেজিস্ট্রারদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গাইবান্ধায় বাল্যবিবাহ প্রতিরোধে পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে সোমবার (৩ জুন) সকালে জেলা রেজিস্ট্রার অফিসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রার মো. মঞ্জুরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা সাব রেজিস্ট্রার মো. নাজমুল হুদা ও সাঘাটা সাব রেজিস্ট্রার ফারুক হোসেন প্রমুখ।
এ কর্মশালায় গাইবান্ধা জেলা রেজিস্ট্রারের আওতাধীন পৌরসভা এবং উপজেলা পর্যায়ের সকল নিকাহ্ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ থেকে সকলকে বিরত থাকতে হবে। যারাই বাল্যবিবাহ দিবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুধু প্রশাসনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। বাল্যবিবাহ বন্ধ করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন