গাইবান্ধার গোবিন্দগঞ্জ হবে অর্থনৈতিক অঞ্চল : মেজর জেনারেল নজরুল

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরন এলাকা কর্তৃপক্ষ কর্তৃক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড স্থাপনের লক্ষে ২৪ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেপজা এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলামের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় করেন বেপজা এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন ইপিজেড স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আশরাফুল কবির, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল লতিফ প্রধান, সাবেক পৌর মেয়র মো: আতাউর রহমান, প্রেসক্লাবের সভাপতি একেএম রেজাউল হক, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, হেদায়েতুল ইসলাম বাবু, আফরুজা লুনা, শামীম আল সাম্য, এসএম বিপ্লব সহ অন্যান্য কর্মকর্তাগণ।

মতবিনিময় সভায় বেপজা এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এই এলাকার ২ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উক্ত স্থানে ক্ষুদ্রু নৃগোষ্টির পরিবার গুলোর কর্মসংস্থান ও পূর্নবাসন করার হবে এ প্রকল্পে। এই এলাকার মানুষের উন্নয়নের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী এ অঞ্চল কে ইউপিজেড গড়ে তুলবেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরন এলাকা কর্তৃপক্ষ কর্তৃক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড স্থাপনের লক্ষে সকলের সাথে আলোচনা করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় শেষে গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকা পরিদর্শন করেন বেপজা এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম।

এসময় সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।