গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর বিরুদ্ধে নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের টাকার জন্য স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরশি আক্তার নামে এক নববধুকে হত্যার অভিযাগ উঠেছে।
গত ৩ মাস পূর্বে আরশির সাথে বিয়ে হয় উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামের মামুনের। মামুন ওই গ্রামের আব্দুল জলিল গাছুর পুত্র। এ ঘটনা আরশির বাবা আজগর আলী গোবিন্দগঞ্জ থানায় স্বামীসহ ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা যায়,পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসান গ্রামের আজগর আলীর কন্যা আরশি আক্তারের সাথে ৩ মাস আগে মামুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা সময়ে মামুন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলো। গত বৃহস্পতিবার ৫০ হাজার টাকা এনে দেয়ার জন্য চাপ দেয়। টাকা এনে দিতে না পাড়ায় মামুন আরশিকে বিভিন্ন ধরণের নির্যাতন ও মারপিট করে একপর্যায়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর বিষয়টি অন্যখাতে প্রবাহিত করার জন্য আত্নহত্যা করেছে বলে চালানোর চেষ্ঠা করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মৃত ব্যক্তির শরীরে ও গলায় সন্দেহজনক দাগ রয়েছে। তাই মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন