গাইবান্ধার সাদুল্লাপুরে ১৫ শিক্ষকের বিপরীতে ১জন শিক্ষার্থী, সেই শিক্ষার্থীও ফেল!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজে ১৫ জন শিক্ষক কর্মরত রয়েছে। এই কলেজ থেকে ২০২২ সালে একজন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত বুধবার এইচএসসি’র প্রকাশিত ফলাফলে জানা যায়, একমাত্র সেই শিক্ষার্থীও ফেল করেছে।

গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম বলেন, কলেজটি ২০১০ সালে প্রতিষ্ঠা হয়। এরপর পর্যায়ক্রমে ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে একাডেমিক স্বীকৃতি পেয়েছে। কলেজটি এখনও এমপিওভুক্ত হয়নি। কলেজ প্রতিষ্ঠা থেকে বিগত বছরগুলোতে ভালো ফলাফল হয়। এরইমধ্যে প্রতিষ্ঠানটির করোনাকালীন দু’বছর কলেজটির কার্যক্রম বন্ধ ছিল। এরপর থেকে নিয়মিত কলেজ পরিচালনা করা হচ্ছে। আগামী বছর গুলোতে ভালো ফলাফল আমরা আশা করছি।

নলডাঙ্গা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আহম্মদ আলী এ বিষয়ে বলেন, এইচএসসিতে একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেল করেছে। এটি খুবই দুঃখজনক। বর্তমানে কলেজটির কার্যক্রম যথারীতি চলছে।