গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যাবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ সারোয়ার কবির, পৌর মেয়র মোঃ মতলুবর রহমান।
শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া প্রদর্শন করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন