গাইবান্ধায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুশান্ত কুমার মাহাতো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, যুগ্ম-স¤পাদক রকিবুল ইসলাম রিটন, ক্রিকেট উপ-পরিষদ স¤পাদক ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য বেনজির আহম্মেদ, গোলাম মারুফ মনা, আ.স.ম. রেজাউন্নবী রাজু, মাসুদুল হক মাসুদ প্রমুখ।
ফাইনাল খেলায় চৌকষ স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে মুন্সিপাড়া ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করতে নেমে মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা দল ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১১৮ রান করে। জবাবে চৌকষ স্পোর্টিং ক্লাব দল ১৯ ওভারে ৪ ইউকেট হারিয়ে ১২৩ রান করে চ্যাম্পিয়ন হয়। এই লীগে মোট ২০টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন