গাইবান্ধায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
শিল্প কারখানা দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান সিদ্দীকির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাস, অটোরাইস মিলের জেলা সভাপতি মো. নাজির হোসেন প্রধান, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, গাইবান্ধা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল লতিফ হক্কানী, সাধারণ সম্পাদক আবদুল কাদির ফুল, গোবিন্দগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতি সভাপতি মো. তাহেদুল ইসলাম, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের সাবেক সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির প্রমুখ।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, পরিবেশকে ঠিক রেখে আমাদের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। এজন্য জনসচেতনতা সৃষ্টিতে আমাদের সকলকেই ভুমিকা রাখতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন