গাইবান্ধায় পল্লী রেশনিং চালুসহ ৬ দফা দাবিতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ
পল্লী রেশনিং চালুসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) শহরের ১নং রেল গেইটে জেলা কমিটির সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডলে সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, আবুল কাশেম মিয়া, মঈনুদ্দিন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার চঞ্চল প্রমূখ।
বক্তারা দাবি করে বলেন, অবিলম্বে পল্লী রেশন, ১০০ দিনের কর্মসৃজন চালু করতে হবে। সেইসাথে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করার দাবি জানান।
এছাড়া গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ করতে হবে ও ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ করতে হবে। সমাবেশের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন