গাইবান্ধায় প্রধানমন্ত্রী কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির নগদ অর্থ বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/IMG_20210424_155335-copy.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ভিক্ষুক, দিনমজুর, তৃতীয় লিঙ্গ (হিজড়া সম্প্রদায়) ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে গাইবান্ধা রেল স্টেশন চত্বরে এই অর্থ প্রদান করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মতবলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহেদুর রহমান, এনডিসি এসএম ফয়েজ উদ্দিন, রেল স্টেশন মাস্টার মোঃ আবুল কাশেম সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এই কর্মসূচির আওতায় পৌরসভার ৩০ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া সম্প্রদায়) এবং ৩০ জন রেলওয়ে কুলিদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন