গাইবান্ধায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
বীর মুক্তিযোদ্ধা এটিএম খালেদ দুলু বীর প্রতিকের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে খালেদ স্মৃতি সংসদের উদ্যোগে কেরাত, আযান ও হামদ নাত বাছাই প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ জানুয়ারি) দিনব্যাপী গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক কাজী জিয়াউল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, প্রকৌশলী এটিএম মাজেদ হাসান লিটন, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল বীর প্রতিক রাকিবুর রহমান ডালেস, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক টুকু, খালেদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, মুফতি আব্দুল মজিদ, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা মামুন-উর-রশিদ, মুফতি মাহামুদুল হাসান, মাওলানা শাহ মো. মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানটি স ালনা করেন হাফিজিয়া ফোরকানিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামীম হাফেজ মাওলানা মোঃ মানসুর রহমান খান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন