গাইবান্ধায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার
গাইবান্ধায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে সদর থানার পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় সদর থানার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার বিভিন্ন জায়গা থেকে বেশকিছু মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২২শে ডিসেম্বর রাত ১১টায় সুন্দরগঞ্জ থানার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে কুখ্যাত মোটরসাইকেল চোর মোঃ কালামকে (৪৪)কে গ্রেফতার করে পুলিশ ।
তারপর গ্রেফতারকৃত আসামীর তথ্য অনুযায়ী কালামের সহযোগী মোঃ ময়নুল মিয়া ওরফে পিচ্চু(২৭),পিতা মোজাম্মেল মিয়া, উত্তর রাজিবপুর,ও আব্বুর জব্বার (২৭) কাশদহ, সুন্দরগঞ্জ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি বাজাজ ডিসকভার,১টি টিভিএস স্টাইকার ও ১ টি বাজাজ প্লাটিনা সহ মোট চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৪টি চুরি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ সুপার কামাল হোসেন বলেন, গত কয়েক দিনের অভিযানে এ অঞ্চলের মটরসাইকেল চোর চক্রের প্রধান গ্রুপটিকে আমরা আটক করেছি। ওই চক্রটি মটরসাইকেল চুরি ছাড়াও -অন্যন্য বড়-বড় অপরাধের সঙ্গে জড়িত ছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন