গাইবান্ধা আঞ্জুমান মফিদুল ইসলামের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

গাইবান্ধা আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে জনকল্যাণ মূলক কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জুলাই) সকালে আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের সচিব খলিলুর রহমান। আঞ্জুমান মফিদুল ইসলামের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম আবু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো ও সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এসএম হুমায়ন ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সচিব বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিস লাশ দাফনের পাশাপাশি করোনা মহামারীকালে যারা মৃতুবরণ করেছেন তাদের দাফন কাফনে অবদান রাখায় জাতি তাদেরকে স্মরণ রাখবে। তিনি আরও বলেন, করোনাকালীন ও দুর্যোগ মোকাবেলায় আঞ্জুমান মফিদুল ইসলামের দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করায় ভূয়শী প্রশংশা করেন। পরে সচিব আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যালয় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।