গানে গানে আসিফ-মৌসুমীর সিনেমার অ্যাকশন
প্রকাশিত হল বাংলা গানে যুবরাজ আসিফ আকবরের নতুন গানের ভিডিও ‘আগুন পানি’। ‘ধ্রব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে গানটি। গানের ভিডিওতে কণ্ঠশিল্পী আসিফ হাজির হয়েছেন নায়ক হয়ে আর খল নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে মৌসুমী হামিদ। অ্যাকশনধর্মী সিনেমার আদলে তৈরি হয়েছে ভিডিওটি। রিতিমতো ফাইট করেছেন আসিফ আকবর।
মাত্র ৫ মিনিটি ৪৫ সেকেণ্ডের গানে উঠে এসেছে একটি সিনেমার গল্প। এখানে দেখা যাচ্ছে একটা গ্রামকে জ্বালিয়ে দিয়ে, হাজার কোটি টাকার প্রজেক্ট রান করাতে চায় একটি বহুজাতিক বিদেশী কোম্পানী। প্রস্তাবটি আসে স্থানীয় এক ডনের কাছে। এদিকে তার প্রেমিকা তাকে না জানিয়েই এ্যাডভান্স নিয়ে নেয়। কাজটি করার জন্য। কিন্তু ডন সাফ জানিয়ে দেন, ‘মানুষ পোড়ানো তার কাজ নয়’। প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে প্রেমিকা।
‘আগুন পানি’ গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী। ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির।
গান ও ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘গান এবং ভিডিও দুটোরই প্রশংসা পাচ্ছি। মৌসুমী হামিদ এবং আমি এই প্রথম একসঙ্গে কাজ করলাম। ভিডিওতে আমি ডন আর মৌসুমী হামিদ ভিলেন। ’
মৌসুমী হামিদ বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের মধ্যে আসিফ ভাই অন্যতম। ভালো লেগেছে প্রিয় শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে। গানটিতে একেবারে ভিন্ন এক লুকে দেখা যাচ্ছে আমাকে এবং আসিফ ভাইকে। গানটির অডিওটা সুন্দর, ভিডিওতে সিনেমাটিক ফিল পাচ্ছে দর্শক।’
‘ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে পাওয়া যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন