গোপনে বিয়ে করেছেন চিত্রনায়িকা অমৃতা!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/02-1-820x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢালিউডের নতুন প্রজন্মের চিত্রনায়িকা অমৃতা খান। দীর্ঘদিন ধরে পর্দায় দেখা নেই তিনি। এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন। হঠাৎ কেন অন্তরালে এই নায়িকা, চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকেরই এমন প্রশ্ন।
জানা গেছে, গোপনে বিয়ে করে সংসারে মনোযোগী হয়েছেন নায়িকা। করোনা মহামারির সময়ে এক ব্যবসায়ীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের আগ্রহ না থাকায় মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন অমৃতা। তবে তার স্বামীর পরিচয় জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১৫ সালে রয়েল-অনিক পরিচালিত ‘গেইম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু করেন অমৃতা। এরপর তার অভিনীত ‘গুন্ডা-দ্য টেররিস্ট’, ‘পাগলা দিওয়ানা’, ‘ও মাই লাভ’ সিনেমাগুলো মুক্তি পায়। গত সপ্তাহেও অমৃতার ‘মন দিয়েছি তারে’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন