গোপালগঞ্জে বাসচাপায় কলেজছাত্র নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG_20230402_171916-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গোপালগঞ্জে বাসের চাপায় সুদ্বীপ্ত বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (০২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা সাচিয়াদাহ গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। তিনি শহরের হাজী লালমিয়া সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানিয়েছেন, গোপালগঞ্জের মান্দারতলা এলাকা দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় একটি বাস সুদ্বীপ্তকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন