গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বহিষ্কার
দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক-৩ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রোববার (২৫ জুন) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন। এর আগে গত ২৩ জুন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম স্বাক্ষরিত এক চিঠিতে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাইফুলকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।
বহিষ্কার চিঠি হতে জানা গেছে, সাইফুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ৩নং যুগ্ম-সাধারণ সম্পাদক পদের স্থলে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বলে পরিচয় দিয়ে নিজেকে বিতর্কিত করেছেন। দলীয় নেতৃবৃন্দের সঙ্গে গঠনতন্ত্র বিরোধী আচরণ করে দলের সুনাম ও ভাবমূর্তি নষ্টেরও অভিযোগ উঠেছে সাইফুল ইসলামের বিরুদ্ধে।
এসব বিষয়ে তাকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হলেও তার পক্ষ থেকে কোন জবাব দেয়া হয়নি। পরে ২০ জুন জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে গঠনতন্ত্রের ৪৭ এর (ঞ) ধারা মোতাবেক সাইফুলকে দল থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন