গৌরীপুরে ছাত্রদল নেতা সোহাগ হত্যা মামলার আসামি গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/Gouripur-Mymensingh-pic-Arest-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী হত্যা মামলার এজহারভূক্ত আসামী রহমত উল্লাহকে(৪০) গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মো. মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে রবিবার (৮ ডিসেম্বর) গৌরীপুর থানায় দিবাগত রাতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ্য এছাড়াও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
এলাকাবাসী উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রাজিবপুর গ্রাম থেকে হত্যাকাণ্ড জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভূক্ত আসামী রহমত উল¬াহকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত রহমত উল্লাহ ওই গ্রামের মহরম আলীর ছেলে।
গত ২৭ নভেম্বর উপজেলার ডৌহখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাক-বিতন্ডার জেরে দুবৃত্তরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরীর ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। গত ৫ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সোহাগ উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক বলেন, সোহাগ চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রহমত উল্লাহকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে গ্রেফতারের দেখিয়ে সোমবার (৯ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন