গৌরীপুরে পালিত হয়েছে ‘জশনে জুলুস’
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে পালিত হয়েছে ‘জশনে জুলুস’। সোমবার দিবসটিতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ ক্বেরামতিয়া মসজিদ থেকে জোহরের নামাজের পর জশনে জুলুসের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
জশনে জুলুসের শোভাযাত্রায় কালেমা খচিত পতাকা নিয়ে শতশত মুসুল্লি অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুঁজিখা কেরামতিয়া মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
জশনে জুলুসের শোভাযাত্রা চলাকালে উপজেলা ও পৌর শহরে বিভিন্ন সড়কে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
জশনে জুলুসে উপস্থিত ছিলেন গুজিখাঁ কেরামতিয়া মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মুফতী এখলাছ উদ্দিন নূরী, গুজিখাঁ কেরামতিয়া মসজিদ কমিটির সদস্য হাজী মোঃ আইনুল হক, হাজী এইচ.এম নূরুল ইসলাম, মোঃ আবুল কালাম, মোঃ আব্দুল আউয়াল, মোঃ আরিফুল হক আরিফ, মোঃ রাকিবুল ইসলাম মোঃ আব্বুর রাজ্জাকসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন