গৌরীপুরে স্বজন সমাবেশের ব্যতিক্রমী কন্যা শিশুমেলা
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (২ অক্টোবর/২০২৪) কন্যা শিশু দিবস উপলক্ষ্যে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে কন্যা শিশু মেলা অনুষ্ঠিত হয়। ব্যাতিক্রমী এ অনুষ্ঠানে সভাপতিত্ব, সঞ্চালনা ও অতিথি’র আসন গ্রহণ করে কন্যা শিশুরা। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও গল্পবলায় অংশ নেয় ওরা।
ব্যাতিক্রমী কন্যা শিশু মেলায় সভাপতিত্ব করে ক্ষুদে স্বজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা আফরিন এ্যানি। সঞ্চালনা করে ক্ষুদে স্বজন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রিফাহ তাসনিয়া তরী।
কন্যাশিশুপর্বে অতিথির আসন গ্রহণ করে গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী নাফিসা হাসান হৃদি, জান্নাতুল ফেরদৌস, রুবাইয়্যাত ইসলাম রোদেলা, তাসফিয়া জামান রায়মা, ইবনাত ইসলাম পারিষা, মিনহা জান্নাত, কাশফিয়া জাহান তৃপ্তি, মৃত্তিকা রহমান মিঠি, তাওয়াজ্জাতুল মেঘলা মহুয়া।
অতিথিপর্বে বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সুমনা সফিনাজ লাবণী, যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, ইসরাত জাহান লাকী, রাহিমা আক্তার রুমা, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রজমানুর রহমান নাজিম, রাজিবুল হাসান, স্বজন মাহমুদা আক্তার রিপা, মাহমুদা আক্তার লিপা, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন