গ্রেনেড হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ ঈশ্বরগঞ্জের মাহবুবুর রহমানের

একুশে আগস্ট২০০৪ ইং সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা ও মহিলা আওয়ামীলীগের নেত্রী আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে ২১আগস্ট সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

অনুষ্টানে নেতৃত্বদেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তুখোর ছাত্রনেতা মোঃ মাহবুবুর রহমান(মাহবুব)। জেলা যুবলীগ নেতা মাহবুবুর রহমান মাহবুব বলেন বিগত সময়ে ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনা কে হত্যা করার উদ্দেশ্যে চার দলীয় জোট তথা বিএনপি-জামায়াত শিবিরের লোকজন যে ন্যাক্কার জনক তান্ডব গ্রেনেড হামলা চালিয়েছিল এর তীব্র-নিন্দা প্রতিবাদ জানাই।মাহবুব আরো বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই বিএনপি-জামায়াত শিবিরের লোকজন গুজব ছড়িয়ে দেশে বিসৃঙ্খলা সৃষ্টি করতে পারে;সেজন্য আপনারা সবাই সজাগ-সতর্ক থাকবেন।তাহলে দেশ বিরোধী বিপথগামীরা কোন ক্ষতি করতে পারবেনা। উল্লেখ্য যে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগানে মুখরিত করে তুলে। বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে।এসময় পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা আহমেদ সহ আওয়ামী যুবলীগের নেতা কর্মিরা অংশ নেয়।