ঘরে ঘরে আন্দোলনের দূর্গ তৈরি করতে হবে: বীর মুক্তিযোদ্ধা মুজাহিদূল ইসলাম সেলিম
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/received_2167593600059658-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি বীরমুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই মুক্তি আওয়ামী লীগের মাধ্যমে হবে না, বিএনপির মাধ্যমে তো হবেই না। তারা সবাই আমেরিকার দালাল হয়ে গেছে, ভারতের বিজেপির দালাল হয়ে গেছে। তারা সবাই লুটেরা ধনিক শ্রেণির স্বার্থ রক্ষাকারী দল হয়ে গেছে। জনগণের শক্তিকে ফিরিয়ে ও ক্ষমতায় আনার জন্য ঘরে ঘরে প্রস্তুত হন, বিজয় আমাদের হবেই।
রোববার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় জেলা কমিউনিস্ট পার্টি আয়োজিত লাল পতাকা মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমাদের ভাতের জন্য লড়াই করতে হবে, ভোটের জন্য লড়াই করতে হবে। কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী শক্তিকে এখন ক্ষমতায় আনতে হবে। এই সরকার ক্ষমতায় থাকলে কিংবা কোনো দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
লড়াইয়ে গ্রামে গ্রামে প্রস্তুত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যেহেতু দলীয় সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তাই দলীয় সরকারের অধীনে কমিউনিস্ট পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না। সারাদেশে কমিউনিস্ট পার্টি আওয়াজ তুলেছে এই আওয়ামী দুঃশাসন হটাও। প্রয়োজনে বিকল্প শক্তি গড়ে তোলা হবে, যেটা মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের ধারায় দেশকে গড়ে তুলবে।
সেলিম বলেন, অনেকেই প্রশ্ন করেন, আওয়ামী লীগকে অপসারণ করে কাকে ক্ষমতায় বসানো হবে? না কি আবারো বিএনপি জামাত, হাওয়া ভবনের দুঃশাসন ফিরিয়ে আনা হবে। সেই প্রশ্নের উত্তরে বলছি, আওয়ামী লীগকে অপসারণ করে কমিউনিস্ট দেশ শাসন করবে। সেই লক্ষ্য নিয়েই এখানে এসেছি। কোনো বক্তব্য দিতে নয়, একটা আন্দোলনের সূচনা করতে এসেছি। এই সমাবেশ থেকে বাড়িতে ফিরে, জেলায় জেলায়, থানা, ইউনিয়ন, গ্রামে গ্রামে এবং ঘরে ঘরে আন্দোলনের দূর্গ তৈরি করতে হবে। সেই শক্তি দিয়ে আওয়ামী লীগ সরকারকে অপসারণ করে বাম নেতৃত্বের মাধ্যমে দেশ প্রেমিক, সৎ সরকার কায়েম করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য আবদুল্লাহ ক্বাফি রতন, জেলা সিপিবির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক অ্যাড. আবু সাইয়েমসহ দলীয় নেতাকর্মীরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন