ঘুমন্ত মা-বাবার পাশ থেকে গায়েব ১৭ দিনের শিশু
বাগেরহাটে বাবা মায়ের পাশে ঘুমিয়ে থাকা ১৭ দিনের এক নবজাতক চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে পুলিশ চুরি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।
আগের রাতে মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামের এক জেলের বাড়ি থেকে এ শিশু গয়েব হয়ে যায়।
সুজন খান ও শান্তা বেগমের সন্তান সোহানা আক্তার ১৭ দিন আগে জন্মেছে।
পরিবারের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সুজন তার স্ত্রী, বাবা, মা ও এক বোনকে নিয়ে একটি টিনশেডের ঘরে বসবাস করেন। সাগরে মাছ শিকার করা সুজনের জীবিকা।
১৭ দিন আগে সুজন-শান্তা দম্পতির সোহানা নামে একটি মেয়ে সন্তান হয়। টিনশেডের ওই ঘরে প্রতিদিনের মতো রাতের খেয়ে শিশু সোহানাকে পাশে রেখে ঘুমিয়ে পড়েন এ দম্পতি।
রোববার রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার দিকে মা শান্তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে শান্তা তার বাচ্চাকে পাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
শিশু চুরির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সুজনের বাড়িতে যায়। সুজনের টিনশেড বসত ঘরের দরজা ভাঙার কোনো চিহ্ন পায়নি পুলিশ।
রাতে ঘুমাতে যাওয়ার আগে সুজন শান্তা দম্পতি ঘরের দরজা আটকে ছিল কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না জানিয়ে তিনি বলেন, চুরি যাওয়া শিশু সোহানাকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।
কারা কী উদ্দেশ্যে কীভাবে শিশুটিকে চুরি করল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন