ঘুমের জন্য দুবাই বিমানবন্দর লাউঞ্জে ইগলু!

বিমানবন্দরে যাত্রীদের বিশ্রামের জন্য লাউঞ্জ তো থাকেই। কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল (ডিএক্সবি) এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর বিষয়টিই আলাদা। এখানকার লাউঞ্জে নতুন মাত্রা যোগ হয়েছে। মোটা ২৭টি পড আর ক্যাবিনের সমন্বয়ে গড়ে উঠেছে “স্লিপ ‘এন ফ্লাই লাউঞ্জ”। এখানে আয়েশ কয়ে ঘুম দিয়ে উঠেই উড়াল দিতে পারবেন।

স্ক্যান্ডিনেভিয়ান ডিজাইনার আরাম ও স্টাইল যোগ করেছেন এখানে। ডিএক্সবির নতুন স্লিপ লাউঞ্জের পডগুলো অনবদ্য ‘ইগলু’ আকারে করা হয়েছে। আছে ৭টি প্রিমিয়াম ডাবল কেবিন। সেখানে শিশুদের ঘুমানোর ব্যবস্থাও রয়েছে। প্রকৃতির থেকেই এর নকশা তৈরির অনুপ্রেরণা মিলেছে। এক ঘণ্টা বা গোট এক রাতের গভীর ঘুমের জন্য অতুলনীয় এই পডগুলো।

দুবাই এয়ারপোর্টস কমার্সিয়াল গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউজিনি ব্যারি জানান, স্লিপ ‘এন ফ্লাই লাউঞ্জের মাধ্যমে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে আরামের নতুন অপশন যোগ হয়েছে।

এর মাধ্যমে দুবাই বিমানবন্দরের যাত্রীদের অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ হবে বলেও আশা প্রকাশ করেন অনগ্রাউন্ড হসপিটালিটির জেনারেল ম্যানেজার জিওফ্রে কারিয়ার।

যারা ডিএক্সবি এর মাধ্যমে আকাশে উড়াল দেবেন, তারা কনকোর্স এ-তে গেট এ১-এ গেলেই পেয়ে যাবেন এই অনবদ্য লাউঞ্জ।